অতিরিক্ত ফর্সা হওয়ায় একাধিক ফিল্মে সুযোগ পাননি দক্ষিণি অভিনেত্রী তাপসী পান্নু। ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ফর্সা হলেই...
অতিরিক্ত ফর্সা হওয়ায় একাধিক ফিল্মে সুযোগ পাননি দক্ষিণি অভিনেত্রী তাপসী পান্নু।
ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ফর্সা হলেই যে অন্যদের থেকে আলাদা হওয়া যায় তা আমি মনে করি না। কোনো ফেয়ারনেস ক্রিম কখনো ব্যবহার করিনি। এমনিতেই আমার গায়ের রঙ উজ্জ্বল। সেটাই ব্যাক ফায়ার হয়ে গিয়েছিল। কালো নই বলে বেশ কিছু তামিল-তেলেগু ছবিতে সুযোগ পাইনি।’
বলিউডেও সফল এ অভিনেত্রী বলেন, ‘আসলে নায়িকা ফর্সা হলে ওখানকার দর্শক তাকে পাশের বাড়ির মেয়ে বলে ভাবতে পারবেন না।’
জানা গেছে, গায়ের রঙ নিয়ে কোনোদিনই মাথা ঘামাতেন না তাপসী। ফর্সা হওয়ার জন্য আলাদা করে কোনো প্রসাধনীও ব্যবহার করেন না। ত্বকের স্বাভাবিক রঙই তার পছন্দের। তবুও ফর্সা হওয়ায় পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে।