ভারতেই রয়েছে এক অবাক করা গ্রাম। কোনও বাড়িতেই দরজার পাল্লা নেই। এমনকি ব্যাংকের দরজাতেও তালা লাগানো হয়ে না।
খোলা ঘরেই যেখানে সেখানে পড়ে থাকে টাকা-পয়সা, গয়নাগাটি। কিন্তু চুরি হয়ে না। শুনতে অবাক লাগলেও এই গ্রামটি ভারতেই রয়েছে। এই গ্রামটি রয়েছে মহারাষ্ট্রে আহমেদনগর থেকে ৩৫ কিলোমিটার দূরে শনি শিগনাপুর গ্রাম। গ্রামের রক্ষাকর্তা শনি দেব।
সকলের অগাধ বিশ্বাস শনি ঠাকুরের ওপরে। এই বিশ্বাসের জেরে গ্রামে রয়েছে ইউকো ব্যাঙ্কের একটি শাখা। যেখানে কোনও দরজায় তালা লাগানোর ব্যবস্হা নেই। প্রায় ৩০০ বছর ধরে রেওয়াজ চলছে এই গ্রামে।
গ্রামের মানুষেরা বলেন, পূর্বপুরুষেরা বলে গেছেন দরজায় যেন পাল্লা না লাগানো হয়। সেই নির্দেশ এখনও তারা মেনে চলেন। কেউ একজন শনি ঠাকুরের স্বপ্নাদেশ পেয়েছিলেন কোনও বিপদের ভয় নেই। এই গ্রামে আমি তোমাদের রক্ষা করবো।
শনি শিগনাপুরে গ্রামে প্রায় পাঁচ হাজার মানুষ বসবাস করেন। বহু বছর আগে গ্রামে নদীর জল ঢুকে যাওয়ার ফলে সেই জলে ভেসে যায় একটি শনি দেবতার মূর্তি। এখনও গ্রামের মূল আরাধ্য শনি দেব।
বাংলাদেশ সময় ১৭৫৪ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৭
0 coment rios: