বর্তমান সময়ে বলিউড ইন্ডাস্ট্রিজ অতি পরিচিত মুখ আলিয়া ভাট বয়স মাত্র ২৪। ১৮ বছর বয়সে স্টুডেন্ট অব দ্যা ইয়ার দিয়ে বলিউডে যাত্রা শুরু করে আর পেছনে ফিরে তাকাতে হয় নি। ছয় বছরের ক্যারিয়ারে এরপর একের পর এক হিট ছবি দিয়ে বলিউডে পাকা জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট।
বলা যায়, তিনি এখন কেরিয়ারের মধ্যগগনে। ঠিক এ সময়েই বলিউড থেকে মাস ছয়েকের বিরতি চান তিনি।
আলিয়া বললেন, আমার পরের ছবি অয়ন মুখোপাধ্যায়ের ড্রাগন। এ বছরের সেপ্টেম্বর নাগাদ শুটিং শুরু হচ্ছে। তার আগে আমি ব্রেক চাই। আসলে এ সময়টা নতুন কিছু করতে চাইছি। যেমন ধরুন, পিয়ানো বাজানো শিখব, কত্থক শেখারও ইচ্ছে আছে।
এ বিরতির কারণ হিসেবে আলিয়া বলেন, আসলে অভিনেত্রী হিসেবে নিজেকে আরও উন্নত করতে চাই। অভিনয় মানে শুধু এটা নয় যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই মুহূর্তে যে অভিব্যক্তি আসবে সেটা দিয়ে যাব। আরও অনেক কিছু চিন্তাভাবনা নিজের মধ্যে রাখতে হবে। সেই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করার চেষ্টা করছি।
নায়িকা জানিয়েছেন, এখন নতুন বাড়িতে থাকছেন তিনি। সেখানে অতিথিরা আসেন। ছুটি নিয়ে ভাল ভাল রান্না করে তাঁদের আপ্যায়ন করতে চান। এমনকি নতুন নতুন ডিশ ট্রাই করতে চান নিজের জন্যও।
আলিয়ার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’। বক্স অফিসে এখনও পর্যন্ত ভালই ব্যবসা করছে।
0 coment rios: