
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় একটি জঙ্গি আস্তানা ঘিরে অভিযান চালাচ্ছে পুলিশ ও র্যাব। সিলেট গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, পাঁচতলা একটি ভবনের নীচ তলায় অভিযান চলছে। বৃহস্পতিবার গভীর রাতে শিববাড়ির উস্তার মিয়ার আছিয়া ভিলা নামের বাড়িতে তল্লাশির সময় নীচতলা থেকে পুলিশ ও র্যাবকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান শুরু করে। পুলিশ বলছে, সেটি জঙ্গি আস্তানা। সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার রোকনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সেখানে থেমে থেমে গুলির ঘটনা ঘটছে। বাড়িটির দুইটি ইউনিটের দুটিতেই পুলিশ তালাবদ্ধ করে রেখেছে। বাড়ির মালিক উস্তার মিয়ার ছেলে রিপন জানান, জানুয়ারী মাসে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন ওই বাসার নিচতলায় ওঠেন। তারা জানান যে তারা একটি বেসরকারী কোম্পনীতে চাকরি করে।
ঘটনাস্থলে রয়েছেন সিলেট মেট্রোপলিটান পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। তিনি জানান, ভেতরে নারীসহ দুইজনের বেশী জঙ্গি রয়েছে। পুলিশ তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েই অভিযান শুরু করেছে। বাড়ির মালিক উস্তার মিয়া জানান, বাড়িটির দুইটি ইউনিটের প্রথমটিতে দ্বিতীয় থেকে পঞ্চম তলায় আটকে রয়েছে আট থেকে বারোটি পরিবার। এবং অপর ইউনিটে আরো সাতাশটি পরিবার আটকে রয়েছে।
পুলিশ জানায় কিছুদিন আগে এই এলাকায় বাড়ির মালিকদেরকে ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য চাওয়া হয়। উস্তার মিয়া তার বাড়ির ভাড়াটিয়াদের সম্পর্কে থানায় যে তথ্য জমা দেন, সেগুলি যাচাই-বাছাই করে পুলিশের সন্দেহ হয়। এই সন্দেহের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ তল্লাশীতে গেলে ভেতর থেকে তাদের উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ করা হয়।
0 coment rios: