আগামী পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘ধ্যাততেরিকি’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন শামীম আহম্মেদ রনি। ছবিতে জ...
আগামী পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘ধ্যাততেরিকি’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন শামীম আহম্মেদ রনি। ছবিতে জুটি বেঁধে আবার অভিনয় করছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।
পরিচালক রনি বলেন, ‘আমি এর আগে দুটি ছবি দর্শকদের উপহার দিয়েছি, সেই ছবিগুলো মুক্তি পেয়েছিল ঈদকে কেন্দ্র করে। এবার তৃতীয় ছবিটি মুক্তি দিচ্ছি পয়লা বৈশাখে। আগামী পয়লা বৈশাখে আমার ছবিটি মুক্তি পাবে। ভিন্ন ধারার এই ছবিটি আশা করি সবার কাছে ভালো লাগবে।’
ছবির অগ্রগতি নিয়ে রনি বলেন, ‘আমরা এরই মধ্যে ছবির ডাবিং, এডিটিং, কালার কারেকশনসহ সব শেষ করেছি। সিক্যুয়েন্সের শুটিং শেষ করেছি বেশ কয়েকদিন আগেই। এখন শুধু ছবির গানের শুটিং বাকি আছে। আগামী ২২ তারিখ থেকে আমরা ছবির গানের শুটিং শুরু করব এবং আগামী মাসের প্রথম দিনই ছবিটি সেন্সরে জমা দেব।’কোথায় গানের শুটিং হবে জানতে চাইলে রনি বলেন, ‘এই ছবির গানের শুটিং বাংলাদেশেই করব। সিলেট, কক্সবাজার, বান্দরবানসহ দেশের সুন্দর লোকেশনগুলো তুলে ধরব।’
গত ঈদুল ফিতরে ‘মেন্টাল’, ঈদুল আজহায় ‘বসগিরি’ ছবি উপহার দিয়েছেন, যা দর্শকপ্রিয়তা পেয়েছে। আগামী পয়লা বৈশাখে আসছেন ‘ধ্যাততেরেকি’ নিয়ে—কতটা আশাবাদী জানতে চাইলে রনি বলেন, ‘এই ছবিটি একেবারেই কমেডি একটি মুভি। দর্শক তো সিনেমা হলে চান নিখাদ আনন্দ। এই ছবিতে দর্শক সেটি পুরোপুরি পাবেন বলে আশা রাখি।’