যেসব শিশুকে এখনো টিকা দেয়া হয়নি, তাদের ডে-কেয়ার সেন্টার ও প্রি-স্কুলগুলোতে নিষিদ্ধ করার কথা ভাবছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির বেশ কয়েকটি...

যেসব শিশুকে এখনো টিকা দেয়া হয়নি, তাদের ডে-কেয়ার সেন্টার ও প্রি-স্কুলগুলোতে নিষিদ্ধ করার কথা ভাবছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে এ নিয়ম চালু রয়েছে। প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সরকার দেশজুড়ে এ নিয়ম চালুর পরিকল্পনা নিয়েছে।
সম্প্রতি দেশটির প্রায় দুই হাজার অভিভাবকের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, অস্ট্রেলিয়ার ৫ শতাংশ শিশুকে ঠিকমত টিকা দেয়া হয় না। ফলে এসব শিশু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। কমে যায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও। এমনকি হুপিংকাশিতে আক্রান্ত হয়ে শিশুদের মারা যাওয়ার ঘটনাও ঘটেছে।
এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী টার্নবুল শিশুদের টিকা দেয়ার ক্ষেত্রে অভিভাবকদের আগ্রহী করতে এমন উদ্যোগ নিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী টার্নবুল শিশুদের টিকা দেয়ার ক্ষেত্রে অভিভাবকদের আগ্রহী করতে এমন উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, ‘এটা তাত্ত্বিক আলোচনা নয়। এটা জীবন-মরণের প্রশ্ন। যদি কোনো অভিভাবক তার সন্তানকে টিকা না দেন, তবে তিনি শুধু তার শিশুকেই ঝুঁকির মুখে ফেলছেন না বরং সমাজের সবাইকেই ঝুঁকির মুখে ফেলছেন।’
পরবর্তী কাউন্সিল অব অস্ট্রেলিয়ান গভার্মেন্টস (কোয়াগ) বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন টার্নবুল।দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাইকেল গুনোন বলেন, ‘শিশুরা সবচে বেশি সংক্রমনের শিকার হয়। তাই অভিভাবক হিসেবে আপনি যদি নিজের সন্তানকে টিকা দেয়ার ব্যবস্থা করেন, তবে আপনি সমাজের প্রতি দায়বদ্ধতাও পালন করতে সক্ষম হবেন।’
স্বাস্থ্যসেবা বিষয়ক সংগঠনগুলো টার্নবুল সরকারের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এর ফলে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে অভিভাবক ও সমাজের ওপর দায়বদ্ধতা ও চাপ আরো বাড়বে।
প্রসঙ্গত, দেশটির কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্য ইতিমধ্যে শিশুদের টিকা দেয়া ক্ষেত্রে বাধ্যতামূলক ব্যবস্থা চালু করেছে। টিকা না দিলে এসব শিশুদের ডে-কেয়ার সেন্টারে রাখা হয় না। তাই বাধ্য হয়েই অভিভাবকরা শিশুদের প্রয়োজনীয় টিকা দেয়ার ব্যবস্থা করেন। এবার এ উদ্যোগ পুরো দেশজুড়ে চালু করতে চান প্রধানমন্ত্রী টার্নবুল।