ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরবাড়ি এলাকায় সিমেন্টবোঝাই ট্রাক উল্টে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ১০ ব্যক্তির মধ্যে পাঁচজনই এক পরিবারের। দুর্ঘটনায় তিন শিশুসন্তানসহ এক দম্পতি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ১০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে তিনজন শিশু। এ ছাড়া আহত হয়েছে চারজন।
একই পরিবারের নিহত পাঁচজন হলেন আজিজুল হক (৪০), তাঁর স্ত্রী রেজিয়া বেগ (৩৪) এবং তাঁদের শিশু সন্তান মেহেদি হাসান (১১), মিজান (৯) ও সিজান (৭)। তাঁদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের ঢাকিরকান্দা গ্রামে। আজিজুল হক সপরিবারে ঢাকায় থাকতেন।
SHARE THIS
0 coment rios: