মুলতানের শেখ মহম্মদের বিয়ে নিয়ে এখন হইচই পড়ে গেছে গোটা উপমহাদেশে। মুলতানের এই যুবক প্রথামতোই বিয়ে করতে এসেছিলেন বরযাত্রীদের নিয়ে।
তবে সেই বরযাত্রীদের মধ্যে এমন একজন ছিল, যাকে দেখে চক্ষু চড়কগাছ সকলের।
দেখা যায়, বরযাত্রীদের মধ্যে রয়েছে একটি খাঁচাবন্দী সিংহও! সেই সিংহকে নিয়েই বিয়েবাড়িতে ঢোকে বরযাত্রীরা।
অভিনব বিয়ে করে দারুণ খুশি মহম্মদ। তিনি বলেছেন, ‘এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। বাবা আমাকে এই স্বপ্নপূরণ করতে সাহায্য করেছেন। ওঁকে ধন্যবাদ জানাই।’
যদিও এই বিয়েতে বিপুল খরচ নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে
https://youtu.be/rE6IEKD3cXg?t=46
এসএইচ-০৯/১৮/০৩ (অনলাইন ডেস্ক, সূত্র : আজকাল)
0 coment rios: