ম্যাচের ৮৫ মিনিট। অ্যাটলেটিকোর ডি বক্সে বল দখলের লড়াই চলছে ফের্নান্দো তোরেস ও অ্যালেক্স বার্গেনটাইনসের মধ্যে। ঠিক এ সময় হাঁটু দিয়ে তোরেসের ঘাড়ে আঘাত করে বসেন অ্যালেক্স বার্গেনটাইনস। ফলে মাটিতে লুটিয়ে পড়েন অ্যাটলেটিকোর এই স্ট্রাইকার। আঘাত মারাত্মক হওয়ায় তাকে সেখান থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্প্যানিশ লা লিগায় বৃহস্পতিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ ও দেপোর্তিভো লা করুনার ম্যাচে এই ঘটনা ঘটে।
অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে দাবি করেন, তিনি ডাগআউট থেকেই নাকি তোরেসের ঘাড় ভাঙ্গার শব্দ শুনতে পেয়েছেন।
অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে দাবি করেন, তিনি ডাগআউট থেকেই নাকি তোরেসের ঘাড় ভাঙ্গার শব্দ শুনতে পেয়েছেন।
অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে বলা হয়, হাসপাতালে নাকি চেতনা ফিরে পেয়েছেন তোরেস। চেতনা ফিরে পেয়ে ভক্তদের টুইট করে ধন্যবাদ জানান অ্যাটলেটিকোর এ তারকা।
এদিন প্রতিপক্ষের মাঠ এস্তাদিও মিউনিসিপাল ডি রিয়াজোরে ম্যাচের ১৩ মিনিটেই এক গোল হজম করে পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো। তবে দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে এই গোলটি শোধ করেন অ্যাটলেটিকোর স্ট্রাইকার আঁতোয়ান গ্রিজমান। শেষপর্যন্ত ১-১ ব্যবধানে শেষ হয় ম্যাচটি।
ভিডিও
0 coment rios: