স্মার্টকার্ড নকল করার কোনো সুযোগ নেই, কারণ এটি পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য প্রযুক্তি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুর...

স্মার্টকার্ড নকল করার কোনো সুযোগ নেই, কারণ এটি পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য প্রযুক্তি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
আজ সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, স্মার্টকার্ড শুধু নির্বাচন কমিশনের সম্পত্তি নয়, জাতীয় সম্পত্তি। সবাইকে নির্ভুল তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত ড. অনুপম সেনের হাতে স্মার্টকার্ড তুলে দেন (সিইসি) কে এম নুরুল হুদা।