আহতের স্ত্রী নাজমুন নাহার জানায়, শুক্রবার দুপুরে যশোর ঝিকরগাছা উপজেলার বুরহান গ্রামের ইউপি সদস্য নাজমুল আলম লিটন, জুহুরুল, ফজলু, বাবুলসহ ...

আহতের স্ত্রী নাজমুন নাহার জানায়, শুক্রবার দুপুরে যশোর ঝিকরগাছা উপজেলার বুরহান গ্রামের ইউপি সদস্য নাজমুল আলম লিটন, জুহুরুল, ফজলু, বাবুলসহ ৩-৪জন আব্দুল কাদেরকে ডেকে নিয়ে যায় বেতনা নদির পাড়ে নিয়ে যায়। তুচ্ছ ঘটনায় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। কর্তব্যরত চিকৎসক জানায় তার মাথায় একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।