১২৫ কেজি ওজনের পোয়া মাছ। জেলে রশিদ আহমদ শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে মাছটি ফিসারিজঘাটে নিয়ে যাচ্ছেন। কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরী...

১২৫ কেজি ওজনের পোয়া মাছ। জেলে রশিদ আহমদ শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে মাছটি ফিসারিজঘাটে নিয়ে যাচ্ছেন।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপে জেলেদের জালে ধরা পড়েছে ১২৫ কেজি ওজনের একটি পোয়া মাছ।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাসানের মালিকানাধীন একটি নৌকায় জেলে খুরশিদ আলম, রশিদ আহমদ ও নজির আহমদ মাছ ধরতে যান। নাফ নদীর মোহনা–সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মঙ্গলবার ভোরে জাল পাতেন। সকালে জালে পোয়া মাছটি ধরা পড়ে। এটির ওজন ১২৫ কেজি। জেলেরা জানান, মাছটি নিয়ে শাহপরীর দ্বীপের জেটিঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে যায়।
নৌকার মালিক মোহাম্মদ হাসান জানান, টেকনাফের মাছ ব্যবসায়ী রিয়াজ উদ্দিনসহ কয়েকজন মিলে ১ লাখ ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
ব্যবসায়ী রিয়াজ উদ্দিন বলেন, বৃহস্পতিবার টেকনাফের বড় মাছ বাজারে মাছটি কেটে বিক্রি করা হবে। প্রতি কেজি ১ হাজার ২০০ টাকায় বিক্রির করা হবে বুধবার টেকনাফ বাজারে । এরই মধ্যে বেশ কিছু মাছ আগাম বুকিং হয়ে গেছে।
শাহপরীর দ্বীপের স্থানীয় ব্যবসায়ী শরিফ হোসেন বলেন, এ রকম বড় মাছ গত দু যুগেও এ ধরনের বড় পোয়া মাছ তাঁরা দেখেননি। এ মাছ মাছ খেতে বেশ সুস্বাদু।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী বলেন, এ মাছ গভীর সাগরে পাওয়া যায়। নাফ নদীর মোহনায় সাধারণত পাওয়ার কথা নয়। মাছটি পথ হারিয়ে হয়তো এখানে ধরা পড়েছে।
বাংলাদেশ সময় ২২৩০ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসভি
লেটেস্টবিডিনিউজ.কম/এসভি