অক্ষয় কুমারের সিনেমা মানেই অন্য স্বাদের ছবি। অ্যাকশন হোক কিংবা কমেডি কিংবা রোম্যান্টিক, সব কিছুতেই পারদর্শী তিনি। ছবি মুক্তি পাওয়ার আগ...
অক্ষয় কুমারের সিনেমা মানেই অন্য স্বাদের ছবি। অ্যাকশন হোক কিংবা কমেডি কিংবা রোম্যান্টিক, সব কিছুতেই পারদর্শী তিনি। ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই ছবির সাফল্য আন্দাজ করা গিয়েছিল। তার উপর এটি ‘জলি এল.এল.বি’-র সিক্যুয়েল।
গত শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘জলি এল.এল.বি টু’। মাত্র ২ দিনেই দারুন ব্যবসা করে ফেলল এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছে ছবির ২ দিনের বক্স অফিস কালেকশনের সংখ্যাটা। প্রথমদিন অর্থাত্ শুক্রবার ‘জলি এল.এল.বি টু’-র বক্স অফিস কালেকশন ১৩.২০ কোটি টাকা। দ্বিতীয় দিন অর্থাত্ শনিবার এই ছবি ব্যবসা করেছে ১৭.৩১ কোটি টাকার। অর্থাত্, ২দিন মিলিয়ে এই ছবির মোট বক্স অফিস কালেকশন ৩০.৫১ কোটি টাকা। ছবির ২ দিনের বক্স অফিস কালেকশন দেখে আন্দাজ করা যাচ্ছে যে, রবিবার এই ছবি দারুন ব্যবসা করবে। জি নিউজ