
বক্স অফিসে গত ২৫ জানুয়ারি থেকে মুক্তি পাওয়া ‘রইস’-এর সাফল্য চলছেই। মুক্তির ৯ দিনেই সারাবিশ্বে ছবিটি ২০০ কোটি রুপিরও বেশি আয় করে ফেলেছে।
এর মধ্যে শুধু ভারতে ছবিটি আয় করেছে আনুমানিক ১৫২ কোটি রুপি। আর বিশ্বের বক্স অফিসে ছবিটির আয় ৬২ কোটি রুপি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেল, মন্ত্রমুগ্ধের মতো দর্শক ছবিটি দেখছে, আর এতে ছবিটির আয়ও ব্যাপক।
দেশের বাইরে ‘রইস’ এরই মধ্যে একটা রেকর্ডও করে ফেলেছে। সেটি হলো সিঙ্গাপুরে ছবিটি প্রথম এক সপ্তাহে আয় করেছে ১ কোটি ৫২ লাখ রুপি। এমন রেকর্ড এর আগে অন্য বলিউড ছবির কপালে জোটেনি। নিজের বাজারেও বলতে গেলে থামানো যাচ্ছে না ‘রইসে’র অগ্রযাত্রা।
ছবিটি দেখে বিশেষজ্ঞরা বলছেন, কাহিনী, মারদাঙ্গা সংলাপ আর অভিনয়ের কারণেই ছবিটি মন জয় করে নিয়েছে দর্শকদের।
গান তো আছেই। শাহরুখ দীর্ঘ দুই দশকের বেশি সময় পর রোমান্টিক ইমেজ ছেড়ে ভিন্নধর্মী ছবিতে অভিনয় করায় দর্শকও ছবিটি সাধোরে গ্রহণ করেছে।
0 coment rios: