হঠাৎ করে শোনা যাচ্ছে, সুজানা নাকি বিয়ে করেছেন! আসল ঘটনা কী? জানতে চাইলে সুজানা জানালেন, পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। তাদের...

হঠাৎ করে শোনা যাচ্ছে, সুজানা নাকি বিয়ে করেছেন! আসল ঘটনা কী? জানতে চাইলে সুজানা জানালেন, পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। তাদের বলেছি, এটা ভাগ্যের ব্যাপার। তবে বিয়ে যদি করতেই হয় এ বছর নয় ২০১৮ সালে বিয়ে করার পরিকল্পনা রয়েছে। কারণ এ বছর অনেক কাজ বাকি রয়েছে আমার।’
কাজ বাকি, সেটা একটু পরিষ্কার করে বলবেন কি? ‘দেখুন জুন মাস থেকে নতুন একটি বিজনেস করার আইডিয়া নিয়েছি। অনলাইনে একটি বুটিক শপ চালু করব। অনলাইনের মাধ্যমেই বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ মার্কেটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। এসব নিয়ে বেশ ব্যস্ততার মধ্যে রয়েছি। এছাড়া নাটকের কাজ তো চলছেই।’
বর্তমান ব্যস্ততা কি নিয়ে এমনটা জানতে চাইলে সুজানা বলেন, সম্প্রতি দেশের বাইরে থেকে ফিরলাম। এ ছাড়া আজ আমার ভাই ও ভাবী দেশে ফিরেছেন। তাদের নিয়ে এ কয়টা দিন ব্যস্ত থাকব। এরপর ৫ তারিখের দিকে গাজীপুরে শুরু হবে নাটকের শুটিং। এছাড়া চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে।