একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে দেগু থেকে সিউল আসে। সিউল স্টেশনে নেমে পরীক্ষা কেন্দ্র হানিয়াং ইউনিভার্সিটির উদ্দে শ্যে সাব...
একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে দেগু থেকে সিউল আসে। সিউল স্টেশনে নেমে পরীক্ষা কেন্দ্র হানিয়াং ইউনিভার্সিটির উদ্দেশ্যে সাবওয়েতে চড়ে। কিন্তু ভুল করে ট্রেনে উল্টো দিকে চড়ে শিক্ষার্থীটি। যখন বিষয়টা আচ করতে পারে তখন অনেক দেরী। হাতে আছে এক ঘন্টা। এই সময়ের মধ্যে ট্রেনে বা বাসে যাওয়া সম্ভব নয়। শিক্ষার্থীটি ট্রেন থেকে নেমে পুলিশের সাহায্য চায়। পুলিশ পরীক্ষা শুরুর ১৫মিনিট আগেই পৌঁছে দেয় শিক্ষার্থীটিকে। পথে ঘাটে অনেক কঠিন পথ অতিক্রম করতে হয়েছে পুলিশকেও।
বাকীটা দেখুন ভিডিওতে।
বাকীটা দেখুন ভিডিওতে।