
সবার জীবনেই প্রেম আসে। স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে প্রাপ্তবয়স্করাও প্রেমে পড়েন। এক্ষেত্রে বাদ যান না তারকাও। বলিউড অভিনেত্রী সানি লিওন জানিয়েছেন তার জীবনের প্রথম প্রেমের কথা। তিনি জানান, প্রেমিকের সঙ্গে তাকে প্রথম ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন তার বাবা! সম্প্রতি ভ্যালেন্টাইনস ডে-কে সামনে রেখে দেওয়া একটি সাক্ষাত্কারে জীবনের এই অজানা কথা শেয়ার করেছেন সানি।
‘বেবি ডল’ খ্যাত এ অভিনেত্রী বলেন, ছোটবেলায় আমি টমবয় ছিলাম। হাইস্কুলে পড়ার সময় প্রথম প্রেমে পড়ি। আমার সেই প্রেমিক চিঠি লিখে বইয়ের ভাঁজে রেখে দিত। আবার কখনও ব্যাগেও ঢুকিয়ে দিত। রোমিও জুলিয়েট দেখতে গিয়ে প্রথম চুমু খেয়েছিলাম ওকেই।
তবে আর পাঁচজনের মতোই সে সময় বাড়ির লোকের কাছে ধরাও পড়েছিলেন সানি। তিনি বলেন, বয়ফ্রেন্ডের সঙ্গে প্রথম ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন স্বয়ং বাবা! তারপরই আমরা মিশিগান থেকে ক্যালিফোর্নিয়ায় চলে যান। আমিও হারিয়ে ফেলি জীবনের প্রথম প্রেম।
সদ্য বক্স অফিসে সাফল্য পেয়েছে ‘রইস’। সুনাম হয়েছে শাহরুখ খানের। কিন্তু আলাদাভাবে এ ছবিতে নজর কেড়েছেন সানি লিওন।
0 coment rios: