মার্কিন প্রেসিডেন্ট হয়ে হলিউড তারকার পেছনে লাগাটা খুবই বেমানান। তবে প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প হলে সবই সম্ভব। হলিউড অভিনেত্রী ...

মার্কিন প্রেসিডেন্ট হয়ে হলিউড তারকার পেছনে লাগাটা খুবই বেমানান। তবে প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প হলে সবই সম্ভব। হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপকে ‘অতি মূল্যায়িত’ লিখে টুইট করেছিলেন ট্রাম্প।
সবচেয়ে বেশিসংখ্যকবার অস্কার মনোনয়ন পাওয়া মেরিল স্ট্রিপ একজন সমাজকর্মীও। গত মাসে গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানে রাজনৈতিক কথাবার্তা বলে ফেঁসে যান মেরিল। তাকে নিয়ে টুইট করেন ট্রাম্প। এতদিন চুপচাপ থাকলেও এবার মুখ খুলেছেন মেরিল।
শনিবার রাতে হিউম্যান রাইটস ক্যাম্পেইন গ্রেটার নিউইয়র্ক গালা অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের টুইটের জবাব দেন তিনি।
মেরিল বলেন, ‘হ্যাঁ, আমি সবচেয়ে বেশি মূল্যায়িত, অতি সজ্জিত এবং এখন অতি অবমূল্যায়িত অভিনেত্রী, যে কিনা নিজ প্রজন্মের ফুটবল খেলা পছন্দ করে।’
তিনি এরপর বলেন, ‘আর এ কারণেই আপনারা এখানে আমাকে নিমন্ত্রণ করেছেন, তাই না?’
অনুষ্ঠানে মেরিল স্ট্রিপকে তাঁর দীর্ঘ অভিনয়যাত্রা ও সমকামীদের পক্ষে কাজ করার জন্য সম্মানিত করা হয়। সূত্র: এন্টারটেইনমেন্ট টুনাইট
সবচেয়ে বেশিসংখ্যকবার অস্কার মনোনয়ন পাওয়া মেরিল স্ট্রিপ একজন সমাজকর্মীও। গত মাসে গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানে রাজনৈতিক কথাবার্তা বলে ফেঁসে যান মেরিল। তাকে নিয়ে টুইট করেন ট্রাম্প। এতদিন চুপচাপ থাকলেও এবার মুখ খুলেছেন মেরিল।
শনিবার রাতে হিউম্যান রাইটস ক্যাম্পেইন গ্রেটার নিউইয়র্ক গালা অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের টুইটের জবাব দেন তিনি।
মেরিল বলেন, ‘হ্যাঁ, আমি সবচেয়ে বেশি মূল্যায়িত, অতি সজ্জিত এবং এখন অতি অবমূল্যায়িত অভিনেত্রী, যে কিনা নিজ প্রজন্মের ফুটবল খেলা পছন্দ করে।’
তিনি এরপর বলেন, ‘আর এ কারণেই আপনারা এখানে আমাকে নিমন্ত্রণ করেছেন, তাই না?’
অনুষ্ঠানে মেরিল স্ট্রিপকে তাঁর দীর্ঘ অভিনয়যাত্রা ও সমকামীদের পক্ষে কাজ করার জন্য সম্মানিত করা হয়। সূত্র: এন্টারটেইনমেন্ট টুনাইট