সম্প্রতি হৃতিক রোশানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যথেষ্ট তিক্ততা তৈরি হয়েছিল। পানি গড়ায় আদালত পর্যন্ত। সে সব এখন অতীত। কঙ্গনা স্পষ্ট বললেন,...

সম্প্রতি হৃতিক রোশানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যথেষ্ট তিক্ততা তৈরি হয়েছিল। পানি গড়ায় আদালত পর্যন্ত। সে সব এখন অতীত। কঙ্গনা স্পষ্ট বললেন, ‘আমি একটা রিলেশনশিপে রয়েছি। এ বছরই বিয়ে করতে চাই। আশা করছি সেটা সম্ভব হবে।’
আর ব্রেকআপ কীভাবে সামলান নায়িকা? তার কথায়, ‘সম্পর্ক ভেঙে গেলে সামলাতে আমার দিন সাতেক সময় লাগে। সেটা যত দিনের রিলেশনই হোক না কেন, সাতদিনের মধ্যে আমি তা থেকে বেরিয়ে আসতে পারি। আর একবার কোনও সম্পর্ক থেকে বেরিয়ে এলে আর কখনও ফিরে যাই না। কিন্তু আমার সাবেক বয়ফ্রেন্ডরা কিন্তু সকলে আমার কাছে ফিরে আসতে চেয়েছে। এটাও কিন্তু একটা রেকর্ড।’
কঙ্গনার এই সাবেকদের তালিকায় তো হৃতিক রোশানও রয়েছেন। তিনিও কি ফিরতে চেয়েছেন কঙ্গনার কাছেই? না! এ প্রশ্নের এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা