এম এ কাশেম :
মঙ্গলবার কলারোয়ায় শিশু নাসিম বিল্লাহ (৬) হত্যা মামলার প্রধান আসামী রাসেল (১৬) কে ঢাকা মিরপুর শাহআলী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সে শিশু নাসিমের বিমাতা বড় ভাই ও হাসেম আলীর ছেলে। সোমবার বেলা ১টার দিকে কলারোয়া খোরদো পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান হাসান শাহআলী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে।
উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তিনি সংগীয় ফোর্স নিয়ে ঢাকা শাহআলী থানা পুলিশের সহায়তায় বেলা ১টার দিকে মামলার প্রধান আসামী হত্যাকান্ডের শিকার শিশু নাসিম বিল্লার বিমাতা ভাই রাসেলকে শাহআলী মাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, হত্যার পর থেকে সে পলাতক ছিলো।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু নাসিম বিল্লাহ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপজেলার খোরদো পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হাসানুজ্জামান দক্ষতার সহিত সাত দিনের মধ্যে প্রধান আসামী রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার পরই তার বিমাতা হামিদা খাতুনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য; গত ৫ ফেব্রুয়ারী উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের আটুলিয়া গ্রামে হাসেম আলীর ছেলে নাসিম বিল্লাহ (৬) কে তার বিমাতা হামিদা খাতুন ও ভাই রাসেল শ্বাস রোধ করে হত্যা করে।
এ ঘটনায় কলারোয়া থানায় রাসেল ও তার মা হামিদা খাতুনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
0 coment rios: