ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর আগামী ১৮ মার্চ ঢাকা মাতাতে বাংলাদেশে আসছেন। শেয়ার দ্য মিউজিক শিরোনামের কনসার্টে গান পরিবেশনের...

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর আগামী ১৮ মার্চ ঢাকা মাতাতে বাংলাদেশে আসছেন। শেয়ার দ্য মিউজিক শিরোনামের কনসার্টে গান পরিবেশনের জন্য তিনি বাংলাদেশে আসবেন।
১৮ মার্চ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এ কনসার্টটি।
মোনালি ছাড়াও কনসার্টে আরও গান গাইবেন বাংলাদেশের ব্যান্ডদল ব্ল্যাক, তাহসান, রাফা ও জনপ্রিয় ব্যান্ডশিল্পী জন কবিরের নতুন ব্যান্ডদল ইন্ডালো।
সম্প্রতি রাজধানীর বনানীর একটি রেঁস্তোরায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান ইন্টিগ্রিটি অ্যান্ড এন্টারটেইনমেন্টস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ মার্চ দুপুর আড়াইটায় অনুষ্ঠানের গেট খোলা হবে। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মঞ্চ মাতাবেন ব্যান্ডদল ব্ল্যাক, তাহসান, রাফা ও জনপ্রিয় ব্যান্ডশিল্পী জন কবির। রাত সাড়ে ৮টায় মঞ্চে উঠবেন সঙ্গীতশিল্পী অভিনেত্রী মোনালি ঠাকুর। রাত ১১টা পযন্ত তিনি গান পরিবেশন করবেন বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
কনসার্টটি উপস্থাপনার কথা রয়েছে আর জে নিরব, অভিনেত্রী নুসরাত ফারিয়া, মুনমুন ও ফারহানা নিশোর।
খুব শিগগিরই কনসার্টের টিকিট অনলাইনে পাওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।