বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন প্রকল্প ভাব বাংলাদেশের উদ্যোগে শিক্ষক-অভিভাবক সভা মাগুরা জেলার মুহম্মদপুর উপ...
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন প্রকল্প ভাব বাংলাদেশের উদ্যোগে শিক্ষক-অভিভাবক সভা মাগুরা জেলার মুহম্মদপুর উপজেলার বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মাফুজার রহমানের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহম্মদপুর উপজেলা শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার রেজাউল করিম ও ভাব বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম এ আলিম খান। পরে বিদ্যালয় উন্নয়নে শিক্ষক, এসএমসি সদস্য ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ভাব বাংলাদেশের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।