ভালোবাসা দিবসে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে মেহেরপুর পুলিশ। পুলিশের প্রতি ভাতৃত্ববোধ আর সহানুভূতি ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যরা হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছেন। পাশ দিয়ে যাওয়া সাধারণ মানুষের হাতে ফুল তুলে দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান।
এসময় জেলা পুলিশ সুপার আনিছুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরীসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। শুধু মেহেরপুর শহরেই নয় গাংনী ও মুজিবনগর থানার উদ্যোগেও সাধারণ মানুষের মাঝে ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।
জেলা পুলিশ সুপার আনিছুর রহমান জানান, পুলিশ মানুষের বন্ধু আর সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছাকাছি থেকে পুলিশ কাজ করতে চায় বলেও জানান তিনি।
0 coment rios: