যশোরের শার্শা উপজেলার বসতপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আশানুর রহমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন অ...
যশোরের শার্শা উপজেলার বসতপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আশানুর রহমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন অপর আরোহী আব্দুল্লাহ (২৬)।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাগআঁচড়া-বসন্তপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক শার্শার গোঁগা গ্রামের আলাউদ্দিনের ছেলে। আহত আব্দুল্লাহ একই গ্রামের আজিবারের ছেলে। তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে আশানুর ও আব্দুল্লাহ মোটরসাইকেলে করে শার্শার গোঁগা বাজার থেকে বাগাআঁচড়া বাজারে যাচ্ছিলেন। পথে বসতপুর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশানুর মারা যান।
শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমান সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে।