বাগেরহাট অফিস : এস.এম. সাইফুল ইসলাম কবির ঢাকা মাওয়া মহসড়কের জয়দেহী ব্রীজের কাছে অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে শাকিল গাজী ...
বাগেরহাট অফিস :
এস.এম. সাইফুল ইসলাম কবির
ঢাকা মাওয়া মহসড়কের জয়দেহী ব্রীজের কাছে অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে শাকিল গাজী (২৪) নামের এক শ্রমিক সোমবার রাতে নিহত হয়েছেন। তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার পারবয়ারঝপা গ্রামের মোঃ নজরুল গাজীর পুত্র। কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচাজ কেএম আজিজুল ইসলাম জানান, নিহত ব্যাক্তি মোল্লাহাট এলাকায় পাইক লাইনে কাজ করছিল। সন্ধ্যায় তিনি কাজ শেষে করে তার নিজেস্ব মোবাইল ফোনে টাকা ঢুকিয়ে ক্যাম্পে ফিরার পথে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হয়। পরে লোকমুখে খবর পেয়ে এসআই জামাল উদ্দিন শেখ নিহতের লাশ উদ্ধার করেন। এঘটনায় সংশ্লিষ্ঠ থানায় একটি মামলা রুজু হয়েছে