ভারতের করা প্রথম ইনিংসে ৬৮৭ রানের পাহাড়সম রানের বিপরীতে ফলোঅন এড়াতেও বাংলাদেশের দরকার ছিল ৪৮৮ রানের। সাকিব-মিরাজকে সঙ্গে নিয়ে লড়াই করলে...
ভারতের করা প্রথম ইনিংসে ৬৮৭ রানের পাহাড়সম রানের বিপরীতে ফলোঅন এড়াতেও বাংলাদেশের দরকার ছিল ৪৮৮ রানের। সাকিব-মিরাজকে সঙ্গে নিয়ে লড়াই করলেন মুশফিক। তুলে নিলেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তবে তার এই অসাধারণ সেঞ্চুরির পরও ফলোঅন এড়াতে পারলো না বাংলাদেশ। ফলোঅন থেকে ১০০ আর ২৯৯ রানে পিছিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংস শেষ হলো বাংলাদেশের। শেষ পর্যন্ত ৩৮৮ রানে অলআউট হয় টাইগাররা।খেলার এ পর্যায়ে আবারও ব্যাটিংয়ে নেমেছে ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২৯৯ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।চতুর্থ দিন প্রথম সেশনে ৬৬ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারায় টাইগাররা। দিনের প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজকে হারায় অতিথিরা। তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
তবে জয় নয়, টেস্টের শেষ দিনটা পার করে দল ড্র করতে পারে কিনা এটাই দেখার। ৯০ ওভার কাটিয়ে দিতে বাংলাদেশের সম্বল যে মাত্র ৭ উইকেট। ব্যাটিং কোচ থিলান সামারাবীরা অবশ্য পথ বাতলে দিয়েছেন আজ। কাল প্রথম ঘণ্টা নিরাপদে পার করতে হবে বাংলাদেশকে।
কাজটা অবশ্য সহজ নয়।
এই তো নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম টেস্টে শেষ দিনে ৭ উইকেট হাতে নিয়ে ব্যাট করছিল বাংলাদেশ। পঞ্চম দিনে ৪০ ওভারও খেলতে পারেনি। এর আগেই অলআউট হয়ে ম্যাচটাও হেরে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দলের এভাবে ভেঙে পড়াটা ব্যাটিং কোচকেও চিন্তায় ফেলে দিচ্ছে, ‘দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছে। আমরা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছি। নিউজিল্যান্ডে প্রথম টেস্টে অবশ্য আমরা পাঁচজন ব্যাটসম্যান নিয়ে খেলেছি (দ্বিতীয় ইনিংসে), কিন্তু দ্বিতীয় টেস্টে আরও ভালো করা উচিত ছিল।’
ওয়েলিংটন টেস্টের তুলনায় বাংলাদেশ কাল একটু এগিয়েই থাকছে। এবার অন্তত চোটগ্রস্ত নন, ফিট মুশফিকুর রহিমকেই পাচ্ছে বাংলাদেশ। তবে ম্যাচ থেকে ইতিবাচক কোনো ফল পেতে চাইলে সবাইকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন সামারাবীরা, ‘আমাদের দল হিসেবে ভালো করতে হবে। এমন না যে নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানকেই দায়িত্ব নিতে হবে। আমাদের অন্তত চার বাঁ পাঁচজন ব্যাটসম্যানকে সেটা করতে হবে, ৬০-৭০ রানের জুটি গড়তে হবে।’