নিউজিল্যান্ডের সমুদ্র সৈকতে আটকে পড়া ৩০০ তিমির মৃত্যু হয়েছে। এখনও প্রায় আরও ১০০ তিমি মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। আজ শুক্রবার (১০ ফেব্রু...

নিউজিল্যান্ডের সমুদ্র সৈকতে আটকে পড়া ৩০০ তিমির মৃত্যু হয়েছে। এখনও প্রায় আরও ১০০ তিমি মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় বাসিন্দা ও প্রাণি সংরক্ষণ কর্মকর্তারা এ তথ্য জানান।
খবরে বলা হয়, বৃহস্পতিবার দিনগত রাতে দেশটির দক্ষিণ দ্বীপ সংলগ্ন সৈকতে একযোগে তিমিগুলো আটকা পড়ে। নশুক্রবার সকাল থেকে আটকে পড়া তিমিগুলো উদ্ধার শুরু করেন স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। জীবিত হওয়া উদ্ধার হওয়া তিমিগুলো সাগরে ছেড়ে দেওয়া হয়।