এস আর সাঈদ , কেশবপুর ( যশোর ) থেকে ॥ কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন অধিকার সুরক্ষা দলের এক সমন্বয় সভা বুধবার সক...
এস আর সাঈদ, কেশবপুর
(যশোর) থেকে ॥
কেশবপুর
উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন অধিকার সুরক্ষা
দলের এক সমন্বয় সভা
বুধবার সকালে ইউনিয়ন পরিষদের
সভাকক্ষে পরিত্রাণের প্রদীপ প্রকল্পের আয়োজনে
অনুষ্ঠিত হয়েছে। ইউপি
সদস্য লুৎফর হোসেনের সভাপতিত্বে
সমন্বয় সভায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউপি
চেয়ারম্যান মনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন ইউপি সচিব
মোখলেছুর রহমান, ইউপি সদস্য
জহির রায়হান, নার্গিস বেগম, নাদিরা বেগম,
নাসরিন বেগম,
ডাঃ মেহেদুর রহমান, পরিত্রাণের প্রোগ্রাম
অফিসার উজ্জ্বল দাস, এ্যাডভোকেসি অর্গানাইজার
রতিকান্ত মুন্ডা প্রমুখ।