ভারতের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার ফিল্মফেয়ার পাওয়ার লড়াইয়ে আছেন বাংলাদেশি তারকারাও। তাই এবার টালিউডের নায়ক...

ভারতের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার ফিল্মফেয়ার পাওয়ার লড়াইয়ে আছেন বাংলাদেশি তারকারাও। তাই এবার টালিউডের নায়ক-নায়িকাদের সাথে লড়বেন তারা।
সেরা নায়ক, নায়িকা, পরিচালক, ছবি, সংগীত, গায়ক, গায়িকা, গীতিকারসহ চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে দেয়া হবে বাংলা ফিল্মফেয়ার পুরস্কার।
এ পুরস্কার পাওয়ার লড়াইয়ে আছেন বাংলাদেশের শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ , কুসুম সিকদার ও নুসরাত ফারিয়া। তারা মনোনয়ন পেয়েছেন যথাক্রমে 'শিকারি', 'ঈগলের চোখ', 'নিয়তি', 'শঙ্খচিল' ও 'হিরো ৪২০' ছবিগুলোর জন্য।
আসছে ২৫ ফেব্রুয়ারি ভারতের চলচ্চিত্র শিল্পের রাজধানী খ্যাত মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে এবার সম্মাননা প্রদান অনুষ্ঠান। সেরা নির্বাচিত করতে প্রিয় তারকাকে ভোট দিতে হবে ফিল্মফেয়ারের ওয়েবসাইটে।