অস্ট্রেলিয়ায় একটি শপিংমলের ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন থেকে উড্ডয়নের...
অস্ট্রেলিয়ায় একটি শপিংমলের ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন থেকে উড্ডয়নের পর ওই বিমান বিধ্বস্ত হয় বলে জানিয়েছে পুলিশ। ভিক্টোরিয়া স্টেট পুলিশের সহকারী পুলিশ কমিশনার স্টেফেন লিন জানান, ইঞ্জিন অকার্যকর হয়ে এসেনডন বিমানবন্দরের রানওয়ের কাছে ওই বিমান বিধ্বস্ত হয়।
লিন জানান, বিমানটিতে ৫ জন আরোহী ছিলেন। যাদের কেউই জীবিত নেই। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় শপিংমলটি খোলার পর ওই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি। স্কাইনিউজের ভিডিও ফুটেজেও শপিং মলের ভেতরে ধোঁয়া উড়তে দেখা গেছে।
পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করেনি। বিমানটি দক্ষিণ তাসমানিয়ার মূলভূখন্ডের বাস উপত্যকার কিং দ্বীপের উদ্দেশে যাত্রা করেছিল।