
দু’জনের নামই অপু! একজন অপু বিশ্বাস আরেকজন পারভেজ মাহমুদ অপু। একজন ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী।
নামের কারণেই হোক আর যেকারণেই হোক অপু বিশ্বাসের প্রতি মাহির স্বামীর মুগ্ধতার শেষ নেই। যারই এক ঝলক দেখা গেলো পরশু। ‘জান্নাত’ সিনেমার শুটিং সেটে শটের ফাঁকে স্বামীকে নিয়ে সাপলুডু খেলে কাটিয়ে দিয়েছেন। অপু বিশ্বাসের ছবিওয়ালা লুডু বক্স ছাড়া কিছুতেই খেলতে চায়নি পারভেজ মাহমুদ।
শুধু তাই নয়, লুডুতে থাকা অপু বিশ্বাসের সঙ্গে একটি ছবিও তুলেছেন তিনি। সেই ছবিটিই ফেসবুকে শেয়ার করে মাহি লিখেছেন, ‘এবং তাহার ধারনা, তাহার জন্য অপু দিদি লাকি।’
উল্লেখ্য, গতবছর মে মাসে সিলেটের পাত্র বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়ে হয় চিত্রনায়িকা মাহির। বর্তমানে তারা একই সঙ্গে সংসার করছেন।
0 coment rios: