কোহলি বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন। এদিকে শুভাশিস রায় সদ্য জাতীয় দলে জায়গা পেয়েছেন। লড়াই করছেন নিজেকে জাতীয় দলে টিকিয়ে রাখার। তাহলে কে...

কোহলি বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন। এদিকে শুভাশিস রায় সদ্য জাতীয় দলে জায়গা পেয়েছেন। লড়াই করছেন নিজেকে জাতীয় দলে টিকিয়ে রাখার। তাহলে কোহলির সাথে শুভাশিসের শত্রুতা কিসের? কবেই বা হলো শত্রুতা? চলুন একটু খোলাসা করা যাক।
প্রায় ১০ বছর আগের কথা। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় যুব ক্রিকেট সিরিজে একসঙ্গে খেলেছিলেন দুজনে। সেবার ফাইনালে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে মাত্র ১ রানে ফিরিয়ে দিয়েছিলেন বাংলাদেশি পেসার শুভাশীষ রায়। গ্রুপ পর্বেও এই ভারতীয় অধিনায়ককে আউট করেছিলেন তিনি। সেই ম্যাচ থেকেই শত্রুতা শুরু কোহলি আর শুভাশিসের!
সেই সিরিজে শুভাশিস আর কোহলির মাঝে যেন এক অদৃশ্য লড়াই চলছিল। একাধিকবার শুভাশিসের শিকার হয়েছিলেন তিনি। ফাইনালে তার বলেই মাত্র ১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন কোহলি। ভারত তখন ৪ উইকেটে ৫৪। বিষয়টি খুব ভালোভাবে নেননি কোহলি। কিন্তু শুভাশিস তা ঠিকই মনে রেখেছেন।
বৃহস্পতিবার ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে ভারত গেছে বাংলাদেশ। এখন ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক কোহলি। অন্যদিকে এখনও একাদশে থাকতে লড়াই করতে হয় শুভাশিসকে। কিন্তু একাদশে সুযোগ পেলে কোহলিকেই শিকারের টার্গেট করেছেন তিনি।
এর আগে আরেক পেসার কামরুল ইসলাম রাব্বিও কোহলির উইকেট শিকারের ঘোষণা দিয়েছিলেন। বোঝাই যাচ্ছে টাইগার বোলারদের টার্গেটে আছে ভারতের কোন ব্যাটসম্যানরা।