নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিমান বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৫০ জন বেসামরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১শ ২০ জন। মঙ্গলবার (১৭ জান...

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিমান বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৫০ জন বেসামরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১শ ২০ জন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় বর্নো রাজ্যের উত্তরে রানে একটি উদ্বাস্তু শিবিরে এ হামলার ঘটনা ঘটে।
বোকো হারামের সশস্ত্র বাহিনীর উপকেন্দ্রে ওই শিবিরে এইড ওয়ার্কাররা খাদ্য বিতরণ করছিলেন।
নাইজেরিয়ান বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ওই এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনার সময় দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটে। এতে অনেক উদ্বাস্তু ও এইড ওয়ার্কারারা নিহত হন।