
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচও হারল বাংলাদেশ। কলিন মুনরোর বিধ্বংসী শতকে ভর করে টাইগারদের ৪৭ রানে পরাজিত করল কিউইরা। হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলনেতা মাশরাফি বিন মর্তুজা জানালেন এমন হারের কারণ। ‘আমরা এখনো দল হয়ে খেলতে পারিনি। যা আমাদের হারের পেছনে অন্যতম কারণ।’
কলিন মুনরো ম্যাচটি ছিনিয়ে নিয়েছে উল্লেখ করে মাশরাফি বলেন, ‘প্রতিটি ম্যাচের আজও আমাদের বোলিংয়ের শুরুটা খারাপ হয়েছে। চতুর্থ উইকেট জুটিতে আমাদের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু দ্রুত উইকেট হারিয়ে আর ঘুরে দাড়াতে পারেনি দল। তারপরও প্রতি ম্যাচেই আমরা উন্নতি করছি। সিরিজে এখনও একটা ম্যাচ বাকি। দেখি কি হয়।’
এর আগে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচও জিততে পারেনি সাকিব-তামিমরা।
প্রসঙ্গত, আগামী ৮ জানুয়ারি সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরপর খেলবে দুটি টেস্ট। ওয়েলিংটন প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১২ জানুয়ারি। আর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২০ জানুয়ারি। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।
0 coment rios: