
ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হলেন মেহেরপুরের গাংনীর ৬৫ বছর বয়সী শিক্ষার্থী বাছিরন নেছা। গতকাল রোববার সকালে উপজেলার মোহাম্মদপুর এমএইচএ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভর্তি হন তিনি। ভর্তির পরপরই বাছিরনের হাতে নতুন এক সেট বই তুলে দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও মটমুড়ার ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ এবং প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
বাছিরন দেশের সবচেয়ে প্রবীণ শিক্ষার্থী হিসেবে ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ ৩ পেয়ে পাস করে আলোড়ন সৃষ্টি করেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সোহেল আহমেদ জানান, বাছিরন নেছাকে বিদ্যালয়ে ভর্তিসহ পড়ালেখার ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
বাছিরন নেছা বলেন, প্রাইমারি পাস করেছি, এখন হাইস্কুল পাস করতে পারলেই আমি খুশি। আশা করছি, সবার সহযোগিতা পাব। আমাকে দেখে অনেক মানুষ যে পড়ালেখায় উৎসাহ পাচ্ছে, তা-ই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
0 coment rios: