
পবিত্র মক্কা নগরী থেকে ওমরাহ হজ শেষে দেশে ফিরেছেন তারকা দম্পতি নিলয়-শখ। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তারা ঢাকা পৌঁছান। এসময় নিলয়ের মা-বাবাও সঙ্গে ছিলেন।
এরআগে গেল বছরের ৩১ ডিসেম্বরে সকালের ফ্লাইটে নিলয়-শখ সৌদি আরবে ওমরাহ হজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।

শখ বলেন, ‘আমাদের প্রথম বিবাহ বার্ষিকী মক্কা নগরীতে কেটেছে। ওমরাহ পালনের সঙ্গে বিবাহ বার্ষিকীর তারিখটা কাকতালীয়ভাবে মিলে গেছে।’
আরো বলেন, ‘সহি সালামতে দেশে ফিরেছি। আমরা সবাই ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
নিলয়-শখন শোবিজের আলোচিত জুটি। তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। গতবছরের ৭ জানুয়ারি নিলয়-শখ পারিবারিকভাবে বিয়ে করেন।
নিলয়-শখন শোবিজের আলোচিত জুটি। তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। গতবছরের ৭ জানুয়ারি নিলয়-শখ পারিবারিকভাবে বিয়ে করেন।
0 coment rios: