শিগগিরই কাজী নওশাবা আহমেদ অভিনীত কপ থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পাবে। তার আগে আরেকটি থ্রিলারে চুক্তিবদ্ধ হলেন। ‘ম্যানসন ৯৯’ নামের সিনেমাটিতে তার বিপরীতে আছেন জায়েদ খান। পরিচালনা করবেন ‘তুখোড়’-খ্যাত মিজানুর রহমান লাবু। আরো অভিনয় করছেন শিমুল খান।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ‘ম্যানসন ৯৯’-এর চিত্রায়ন শুরু হবে। গানসহ টানা ২৫ দিন দৃশ্যায়নে অংশ নেবেন তারকারা।
সিনেমাটিতে বেশ গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে নওশাবাকে। প্রথমবারের মতো নাচ-গানেও অংশ নেবেন। তার জন্য নিজেকে বদলে নিয়েছেন তিনি।
নওশাবার হাতে থাকা অন্য ছবিগুলো হলো— প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিমস’, ফাখরুল আরেফিনের ‘ভুবন মাঝি’, খিজির হায়াত খানের ‘প্রতিরুদ্ধ’, রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী’, তানিম রহমান অংশুর ‘স্বপ্নবাড়ি’ ও ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙর’। এর মধ্যে শেষ সিনেমাটিকে নওশাবার ক্যারিয়ারের মাইলফলক ধরা হচ্ছে।
0 coment rios: