
বাবা-মাকে সঙ্গে নিয়ে ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন তারকা দম্পতি নিলয়-শখ। বর্তমানে নিলয়-শখ মদিনার কাছাকাছি রয়েছেন।
এমনটাই জানিয়েছেন নিলয়ের ঘনিষ্ঠ বন্ধু শেখ আমিনুল হক ইমন। তিনি বলেন, ‘নিলয়, তার বাবা আওলাদ হোসেন, মা এবং শখকে নিয়ে গত ৩১ ডিসেম্বর সকালের ফ্লাইটে ওমরা হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেখানে তারা নিরাপদে পৌঁছেছেন এবং সুস্থ আছেন।’
0 coment rios: