
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরের একটি আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে এক পুলিশ সদস্যসহ অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়েছে দুই হামলাকারী নিহত হয়েছে।
হামলায় আহত অন্তত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইটে একটি নাইটক্লাবে চালানো হামলার ধাক্কা কাটিয়ে না উঠতেই আবার এমন হামলার শিকার হলো তুরস্ক। ওই হামলায় নিহত হন ৩৯ জন। আহত হন কমপক্ষে ৬৯ জন। হামলার দায় স্বীকার করেছিলো আইএস।
দেখুন সিসিটিভি ফুটেজ:
দেখুন সিসিটিভি ফুটেজ:
সূত্র: আল জাজিরা।
0 coment rios: