সীমান্ত পাহারায় সহযোগিতার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে জার্মান শেফার্ডসহ ১৮টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছে ভারতীয় বর্ডার...

সীমান্ত পাহারায় সহযোগিতার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে জার্মান শেফার্ডসহ ১৮টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
শনিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে এসব হস্তান্তর করা হয়। বিজিবির সহকারী পরিচালক শাহাদৎ হোসেন বিএসএফের কাছ থেকে এই কুকুরগৃুুলো গ্রহণ করেন।
সম্প্রতি বিজিবির ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের মধ্য প্রদেশের ট্যাকেরপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে ছয় মাসের ডগ স্কোয়াড ট্রেনিং গ্রহণ করে। ভারতের প্রশিক্ষণ ক্যাম্পে বিজিবির পাশাপাশি ১৮টি কুকুরকেও আধুনিক প্রশিক্ষণ দেয়া হয়।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাংগীর হোসেন জানান, আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুর দিয়ে সীমান্তে অস্ত্র, মাদক ও চোরাচালানের পণ্য জব্দ করার কাজে নিয়োজিত করা হবে। সীমান্তবর্তী বিভিন্ন স্থানে ও যানবাহনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধারে এসব কুকুর খুবই পারদর্শী। অচিরেই এসব কুকুর সীমান্তবর্তী অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে নিয়োজিত করা হবে।