গেল ৮ নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিস্ময়করভাবে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হন রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন পাওয়া ট্রাম্প। এরপর থেকে নিউ ইয়র্ক সিটি পুলিশ ট্রাম্প ও তার পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে।
সিটি কর্মকর্তারা হিসাব করে দেখেছেন, ট্রাম্পের নিরাপত্তায় প্রতিদিন ১০ লাখ ডলারেরও বেশি ব্যয় হচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে চার বছর মেয়াদে তার নিরাপত্তায় ১০০ কোটি ডলারেরও বেশি অর্থ ব্যয় হবে বলে আবেদনে উল্লেখ করা হয়।
ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হওয়ার পরও তার স্ত্রী এবং ছেলে নিউ ইয়র্কেই অবস্থান করবেন। ১০ বছর বয়সী ট্রাম্পের ছেলে ব্যারন স্কুলের পড়াশোনা শেষ করার জন্যই নিউ ইয়র্কে অবস্থান করবেন।
0 coment rios: