
থাইল্যান্ডে ভ্যান ও পিকআপের সংঘর্ষে দুই শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার রাজধানী ব্যাংকক থেকে ১১৪ কিলোমিটার দক্ষিণে চোনবুরি প্রদেশের বান বুয়েং জেলায় দুর্ঘটনাটি ঘটে।
বান বুয়েং প্রাদেশিক পুলিশ স্টেশনের ডেপুটি চিফ ল্যাফটেন্যান্ট কর্নেল ভিরোজ জানান, ভ্যানচালক নিয়ন্ত্রণ হারানোর পর আগুন ধরে গিয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
ডেপুটি চিফ জানিয়েছেন, ভ্যানের যাত্রীদের মধ্যে ১৪ জন নিহত হয়েছেন। আর পিকআপের দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ভ্যান ও পিকআপের দু’জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
0 coment rios: