বিপিএলের শুরুতেই নিজের পারফরমেন্স নিয়ে কোনো লক্ষ্য নেই বলে জানিয়েছিলেন সাকিব। তার লক্ষ্যই ছিল একটি। দলকে চ্যাম্পিয়ন করা। শেষে পর্যন...

বিপিএলের শুরুতেই নিজের পারফরমেন্স নিয়ে কোনো লক্ষ্য নেই বলে জানিয়েছিলেন সাকিব। তার লক্ষ্যই ছিল একটি। দলকে চ্যাম্পিয়ন করা। শেষে পর্যন্ত চ্যাম্পিয়ন হয় ঢাকা। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের প্রথম শিরোপা এটি। আর এই নিজের সাথে নেয়া চ্যালেঞ্জ জিতে খুশি সাকিব আল হাসান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্যের কথাটা আর একবার উল্লেখ করে সাকিব বলেন, “শুরুতেই বলেছিলাম, এবার লক্ষ্য ছিল একটাই। সেটাতে সফল হতে পেরেছি। এটা অনেক বড় ব্যাপার। ব্যক্তিগত দিক থেকেও তো আমার জন্য অনেক বড় ব্যাপার। সব থেকে বড় ব্যাপার হলো টিমটা যেভাবে খেলেছে।”
চ্যাম্পিয়ন হবার জন্য একটি টিম হিসেবে খেলতে পারাটাই গুরুত্বপূর্ণ বলে জানান সাকিব। ‘আমাদের দলে নামকরা প্লেয়ার থাকতে পারে তারপরও টিম হিসেবে কেমন করছে এটা অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ওই কাজটা আমরা করতে পেরেছি। আমি, সুজন ভাই (ম্যানেজার- খালেদ মাহমুদ সুজন) আরও যারা সিনিয়র প্লেয়ার ছিল সাঙ্গাকারা, মাহেলা এরা এই দায়িত্বটা পালন করাতে আমরা একটা টিম হয়ে খেলতে পেরেছি।’
ঢাকা ডায়নামাইটস দলে প্রতিম্যাচেই নানা রকম পরিবর্তন লক্ষ্য করা গেছে। সবাইকে পারফর্ম করতে সুযোগ দেবার জন্য এমন রদবদল হয়েছিলো বলে জানান সাকিব, ‘যখন যাকে দরকার ছিল সে পারফর্ম করেছে। এই জিনিসটা খুব দরকার ছিল। আমার ও কোচের দায়িত্ব ছিল টিমের সবাই যেন পারফর্ম করার সুযোগ পায়, করতে চায়। খেলোয়াড়দের মাঝে ভালো করার ইচ্ছা আসাটা জরুরী। অনেক সময় অনেক টিমে হয় সে ইচ্ছাটা আসে না। দলের মধ্যে এই পরিবেশটা তৈরী করা জরুরী ছিল এবং আমরা করতে পেরেছি।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্যের কথাটা আর একবার উল্লেখ করে সাকিব বলেন, “শুরুতেই বলেছিলাম, এবার লক্ষ্য ছিল একটাই। সেটাতে সফল হতে পেরেছি। এটা অনেক বড় ব্যাপার। ব্যক্তিগত দিক থেকেও তো আমার জন্য অনেক বড় ব্যাপার। সব থেকে বড় ব্যাপার হলো টিমটা যেভাবে খেলেছে।”
চ্যাম্পিয়ন হবার জন্য একটি টিম হিসেবে খেলতে পারাটাই গুরুত্বপূর্ণ বলে জানান সাকিব। ‘আমাদের দলে নামকরা প্লেয়ার থাকতে পারে তারপরও টিম হিসেবে কেমন করছে এটা অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ওই কাজটা আমরা করতে পেরেছি। আমি, সুজন ভাই (ম্যানেজার- খালেদ মাহমুদ সুজন) আরও যারা সিনিয়র প্লেয়ার ছিল সাঙ্গাকারা, মাহেলা এরা এই দায়িত্বটা পালন করাতে আমরা একটা টিম হয়ে খেলতে পেরেছি।’
ঢাকা ডায়নামাইটস দলে প্রতিম্যাচেই নানা রকম পরিবর্তন লক্ষ্য করা গেছে। সবাইকে পারফর্ম করতে সুযোগ দেবার জন্য এমন রদবদল হয়েছিলো বলে জানান সাকিব, ‘যখন যাকে দরকার ছিল সে পারফর্ম করেছে। এই জিনিসটা খুব দরকার ছিল। আমার ও কোচের দায়িত্ব ছিল টিমের সবাই যেন পারফর্ম করার সুযোগ পায়, করতে চায়। খেলোয়াড়দের মাঝে ভালো করার ইচ্ছা আসাটা জরুরী। অনেক সময় অনেক টিমে হয় সে ইচ্ছাটা আসে না। দলের মধ্যে এই পরিবেশটা তৈরী করা জরুরী ছিল এবং আমরা করতে পেরেছি।’