
সৌরভ-নুসরাতকে নিয়ে একটা বিজ্ঞাপনের শ্যুটিং করতে চলেছে ‘টাটা টি’৷ গলি ক্রিকেট বাঁ-হাতির ক্যারিশ্মা দিয়ে শুরু হওয়া এই টিভিসি শেষ হচ্ছে দুই তারকার চায়ের কাপে চুমুক দিয়ে। আগামী ১৮ ডিসেম্বর টাটা ২৫-কে ম্যারাথনে সৌরভই ব্র্যান্ড অ্যাম্বাসডর।
শীতের সকালে সৌরভের সঙ্গে থাকবেন জার্মান টেনিস কিংবদন্তি বরিস বেকারও। টাটার সঙ্গে সৌরভের দীর্ঘদিনের সম্পর্ক। ২০০৮-এ সৌরভ বাইশ গজকে বিদায় জানিয়েছেন। কিন্তু তার ব্র্যান্ড ভ্যালু খেলা ছাড়ার আট বছর পরেও চমকে দেয়ার মতোই। এখনও কুরিয়ার থেকে ধূপকাঠি হয়ে টিএমটি বারের অ্যাডে দেখা যায় সৌরভকে। কোকাকোলাও সৌরভকেই চায়। এহেন সৌরভের সঙ্গে দেব-অঙ্কুশদের নায়িকার কেমিস্ট্রি জমে ক্ষীর হয়ে যাবে বলেই মত বিশিষ্ট জনদের।
ইতোমধ্যেই দাদার গলি ক্রিকেটের ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপর এই টিভিসি বাজারে আসলে কী হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মুখিয়ে রয়েছেন তার ফ্যানেরা।
শীতের সকালে সৌরভের সঙ্গে থাকবেন জার্মান টেনিস কিংবদন্তি বরিস বেকারও। টাটার সঙ্গে সৌরভের দীর্ঘদিনের সম্পর্ক। ২০০৮-এ সৌরভ বাইশ গজকে বিদায় জানিয়েছেন। কিন্তু তার ব্র্যান্ড ভ্যালু খেলা ছাড়ার আট বছর পরেও চমকে দেয়ার মতোই। এখনও কুরিয়ার থেকে ধূপকাঠি হয়ে টিএমটি বারের অ্যাডে দেখা যায় সৌরভকে। কোকাকোলাও সৌরভকেই চায়। এহেন সৌরভের সঙ্গে দেব-অঙ্কুশদের নায়িকার কেমিস্ট্রি জমে ক্ষীর হয়ে যাবে বলেই মত বিশিষ্ট জনদের।
ইতোমধ্যেই দাদার গলি ক্রিকেটের ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপর এই টিভিসি বাজারে আসলে কী হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মুখিয়ে রয়েছেন তার ফ্যানেরা।
0 coment rios: