
ভারতের তামিলনাডুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়ে আবারো দিল্লিতে ফিরতে হয়েছে দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে। দিল্লি বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি উড়াল দেয়ার পর পরই যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হওয়ার ফলে এমন ঘটনা ঘটেছে।
পিটিআইয়ের খবর, রাষ্ট্রপতিকে নিয়ে দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার পর পরই ওই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তৎক্ষণাৎ বিমানটিকে চেন্নাইয়ের রাস্তা থেকে ঘুরিয়ে দিল্লিতে নিয়ে আসা হয়।
ভারতীয় বিমানবাহিনীর একটি অত্যাধুনিক বিমানেই চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন রাষ্ট্রপতি। বিমানের যান্ত্রিক গোলযোগের সুরাহা হলেই তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
এর আগে জয়ললিতার মৃত্যুতে শোকবার্তা জানাতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, 'জীবনের সব যুদ্ধেই জিতেছেন তিনি। কিন্তু মানুষকে একটা সময় শেষ এক যুদ্ধে হেরে যেতে হয়। তিনিও সেই যুদ্ধে হেরে গেলেন।'
0 coment rios: