নতুন বছরের শুরুতেই একসঙ্গে আসছেন আলোচিত মডেল নায়লা নাঈম ও সঙ্গীত শিল্পী এইচ. এম. রানা। ‘পাপা চিক চিক’ শিরোনামে একটি মিউজিক্যাল ফিল্মে...

নতুন বছরের শুরুতেই একসঙ্গে আসছেন আলোচিত মডেল নায়লা নাঈম ও সঙ্গীত শিল্পী এইচ. এম. রানা। ‘পাপা চিক চিক’ শিরোনামে একটি মিউজিক্যাল ফিল্মে দেখা যাবে তাদের।
তরুণ চলচ্চিত্র পরিচালক আশিকুর রহমান পরিচালিত ব্যয়বহুল মিউজিক্যাল ফিল্মটির গানের কথা, সুর ও কন্ঠ দিয়েছেন এইচ. এম. রানা। সঙ্গীত পরিচালনা করেছেন আশিকুর রহমান আশিক। লেজার ভিশনের ব্যানার এইচ. এম. রানার দ্বিতীয় একক এ্যালবাম ‘রানার’ এ থাকছে গানটি।
এইচ. এম. রানা বলেন, ‘অনেক পরিশ্রমের ফসল আমার দ্বিতীয় একক এ্যালবামটি । সেই সাথে নতুন বছরে পাপা চিক চিক মিউজিক ভিডিওটি সবাইকে মাতিয়ে রাখবে বলে আমার বিশ্বাস।’
গত ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকার বেশ কিছু চমৎকার লোকেশনে টানা শুট্যিং শেষ মিউজিক্যাল ফিল্মটি এখন সম্পাদনার টেবিলে বলেও জানান রানা। থার্টি ফাস্ট নাইটে মুক্তি পাওয়ার কথা রয়েছে ব্যয়বহুল এ মিউজিক ভিডিওটির।