নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে এখন অস্ট্রেলিয়ার সিডনিতে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনুশীলন ক্যাম্পের অ...

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে এখন অস্ট্রেলিয়ার সিডনিতে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনুশীলন ক্যাম্পের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার্সের বিরুদ্ধে একটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
বুধবার সিডনি সিক্সার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে মাশরাফি-মুশফিকরা। নর্থ সিডনি ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়। এই ম্যাচে যারা খেলবেন না তারা রীতিমতো অনুশীলন চালিয়ে যাবেন।
সিডনি সিক্সার্সের হয়ে স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জস হাজলেউড, নাথান লায়নরা খেলেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় তারা বাংলাদেশের বিপক্ষে খেলবেন না।
সিডনিতে অনুশীলন ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডে উড়াল দিবেন মাশরাফি-মুশফিকরা। কিউইদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।