যশোরের মনিহারে আগামী মঙ্গলবার থেকে ভারতীয় ভিসা আবেদন
গ্রহণ কেন্দ্রের কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে যশোর ও কুষ্টিয়ার আট জেলার
মানুষের ভারতের ভিসা পাওয়া সহজ হবে।
এই কেন্দ্রে পর্যটক, চিকিৎসা, ব্যবসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা আবেদন জমা দেওয়া যাবে।
এই অঞ্চলের ভিসা প্রার্থীরা এর আগে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার খুলনা
কেন্দ্রে ভিসার জন্য আবেদন জমা দিত। তাতে দুর্ভোগের শেষ ছিল না। এ কারণে
ভারতীয় হাইকমিশন যশোরের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে নতুন এই কেন্দ্রটি
চালুর সিদ্ধান্ত নেয়। মনিহার এলাকার বেগম কমিউনিটি সেন্টারে ভিসা আবেদন
গ্রহণ ও প্রদান করা হবে। এরই মধ্যে কেন্দ্রের প্রায় সব কাজ শেষ হয়েছে।
খোলা হয়েছে আটটি কাউন্টার। এসব কাউন্টারে যশোরসহ মাগুরা, নড়াইল, ঝিনাইদহ,
সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের লোকেরা ভিসার জন্য আবেদন
করতে পারবে।
কেন্দ্রের সামনে একটি সাইনবোর্ডে বলা হয়েছে, ‘মেডিক্যাল ও ব্যবসার
ক্ষেত্রে ই-টোকেন ছাড়াই ভিসা আবেদন জমা দেওয়া যাবে। পর্যটকের ক্ষেত্রে
ই-টোকেন লাগবে। ’ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এই কেন্দ্র থেকে পাসপোর্টে ডলার
এনডোর্স, ট্রাভেল কার্ডও প্রদান করবে।
ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট সাবকমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন,
‘বেনাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন পাসপোর্টে পাঁচ হাজার যাত্রী যাতায়াত করছে।
বাণিজ্য বাড়ার কারণে অনেকেই ভারতে যাচ্ছে। চিকিৎসা, লেখাপড়া, বেড়ানোর
উদ্দেশ্যেও প্রতিদিন শত শত মানুষ ভারতীয় ভিসার জন্য আবেদন করছে। আমরা কয়েক
দফা ভারতের হাইকমিশনারের কাছে যশোরে ভিসা সেন্টার খোলার জন্য দাবি
জানিয়েছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতেই ভিসা সেন্টার চালু হচ্ছে। অল্প
সময়ের মধ্যে বাস ও ট্রেনেও যশোর থেকে কলকাতা যাওয়া যাবে। তাতে দুই দেশের
সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি পাবে। ’
স্টেট ব্যংক অব ইন্ডিয়ার খুলনা শাখার প্রধান মানিক চক্রবর্তী বলেন,
‘যশোর কেন্দ্র চালু হলে খুলনা কেন্দ্রের ওপর চাপ কমবে। ভিসা পাওয়ার
ক্ষেত্রে আমরা খুবই আন্তরিক। যশোর ও কুষ্টিয়ার কয়েকটি জেলার মানুষ যশোর
কেন্দ্রে ভিসার জন্য আবেদন জমা দিতে পারবে। ’
0 coment rios: