
ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৬’ অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নান অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
দ্য ব্যাংকার ও ফিন্যানশিয়াল টাইমস গ্রুপ প্রদত্ত ‘ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৬’ অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান গত বুধবার হিলটন লন্ডন ব্যাংকসাইডে আয়োজিত অনুষ্ঠানে দ্য ব্যাংকার ম্যাগাজিনের সম্পাদক ব্রায়ান ক্যাপলেনের কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
দ্য ব্যাংকার ও ফিন্যানশিয়াল টাইমস গ্রুপ প্রদত্ত ‘ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৬’ অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান গত বুধবার হিলটন লন্ডন ব্যাংকসাইডে আয়োজিত অনুষ্ঠানে দ্য ব্যাংকার ম্যাগাজিনের সম্পাদক ব্রায়ান ক্যাপলেনের কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশ্বের ১২০টি ব্যাংকের ৪০০ জন ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে এ অ্যাওয়ার্ড অর্জন করেছে। ২০১২ সাল থেকে এ ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে দ্য ব্যাংকার কর্তৃক তালিকাভুক্ত বিশ্বের ১০০০ শ্রেষ্ঠ ব্যাংকের তালিকায় অবস্থান ধরে রেখেছে। ইসলামী ব্যাংকের বিগত বছরের সর্বোচ্চ পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে যুক্তরাজ্যের খ্যাতনামা আর্থিক ম্যাগাজিন দ্য ব্যাংকার এ স্বীকৃতি প্রদান করে। ১৯২৬ সাল থেকে প্রতিষ্ঠানটি বিশ্বের অর্থনৈতিক ইন্টেলিজেন্স ও ব্যাংকিং খাতের উন্নয়নের উইন্ডো হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিন্যান্স কমিউনিটির তালিকাভুক্তির ক্ষেত্রে গত ৯০ বছর ধরে কাজ করছে দ্য ব্যাংকার।
২০১৬ সালে ইসলামী ব্যাংক ‘দ্য বেস্ট ম্যানেজড ব্যাংক ইন বাংলাদেশ’ মর্যাদা লাভ করেছে। এ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান ‘দ্য এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।
0 coment rios: