বাংলাদেশি তরুণ নুরুন্নবী চৌধুরী হাছিবের ছবিকে প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করেছে অনলাইনে সবচেয়ে সমৃদ্ধ তথ্যভাণ্ডার উইকিপিডিয়া। সোমবার (...

বাংলাদেশি তরুণ নুরুন্নবী চৌধুরী হাছিবের ছবিকে প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করেছে অনলাইনে সবচেয়ে সমৃদ্ধ তথ্যভাণ্ডার উইকিপিডিয়া। সোমবার (১৯ ডিসেম্বর) স্বেচ্ছাসেবী এই সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে আই লাভ উইকিপেডিয়া’ যুক্ত বাংলাদেশি প্রশাসক হাছিবের ছবিটি প্রোফাইল সংযুক্ত করা হয়।
প্রোফাইল ছবির বিষয়ে হাছিব জানান, উইকিপিডিয়া সম্প্রতি আই লাভ উইকিপিডিয়া নামে একটি ক্যাম্পেইন চালু করেছিল। ক্যাম্পেইনের নিয়ম ছিল, যারা উইকিপিডিয়ার সঙ্গে সম্পৃক্ত তারা তাদের প্রোফাইল ছবি পরিবর্তন করবেন। এছাড়া কেন তারা উইকিপিডিয়াকে ভালোবাসেন তা ছবির ক্যাপশনে লিখবেন।এই ছবিগুলোর মধ্য থেকেই উইকি কমিউনিটি উইকিপিডিয়াকে ভালোবাসার কারণগুলো পছন্দ করে সেখান থেকে প্রোফাইল ছবি বেছে নেয় এবং সেটা তাদের প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করে।
এর আগে উইকিপিডিয়া প্রোফাইলে জাপানি নাগরিকের ছবি আপলোড করেছিল বলে জানান এই তরুণ।
প্রসঙ্গত, উইকিপিডিয়ার বাংলাদেশের প্রশাসক এক সময় দেশের প্রধান দৈনিক প্রথম আলোতে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, উইকিপিডিয়ার বাংলাদেশের প্রশাসক এক সময় দেশের প্রধান দৈনিক প্রথম আলোতে কর্মরত ছিলেন।
উইকিপিডিয়ার সঙ্গে যুক্ত আছেন ৮ বছর ৮ মাস ধরে। বর্তমানে তিনি ওপেন নলেজ ফাউডেশন নেটওয়ার্ক বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এছাড়াও যুক্ত আছেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সঙ্গে।